শামছ-ই-আরেফিন
নির্বাহী প্রকৌশলী
বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড
শেখ মুজিব জন্মেছিল বলে
এখনও নৌকা ভাসে মধুমতীর জলে
এখনও মাঝি গান ধরে ভাটিয়ালি সুরে
এখনও জেগে উঠে সারা বাংলা
পাখিডাকা ভোরে
শেখ মুজিব জন্মেছিল বলে
এখনও দাপাদাপি করে দূরন্ত ছেলেরা
বর্ষায় মেঘনার ঢলে
এখনও বাতাস গান শুনায় বাংলা ভাষায়
এখনও দোয়েল শিশ দেয় লাউয়ের মাচায়
শেখ মুজিব জন্মছিল বলে
এখনও বৈশাখ আসে
এখনও মেলা বসে রাখালীর চরে
এখনও ঢোল বাজে গানের আসরে
এখনও শিশির হাসে দূর্বাঘাসে
এখনও লেবুর তলায় জোনাক জ্বলে
শেখ মুজিব জন্মেছিল বলে
এখনও শিশুরা অ আ পড়ে ভোর হলে
এখনও বাউল সুর তুলে একতারায়
এখনও নদীর বুকে
পাল তুলে নৌকা চলে
শেখ মুজিব জন্মেছিল বলে
এখনও বাংলাদেশ জাগ্রত
লাল সবুজের পতাকাতলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com