মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান। রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ জজ কোর্ট বার লাইব্রেরী প্রাঙ্গণে ১ম জানাজা, সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে নিমতলায় ২য় জানাজা এবং দুপুর ২টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় জানাজা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য দেওয়ান মিল্লাদ গাজী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিসহ হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে থানার দায়িত্বপ্রাপ্ত ওসি গোলাম দস্তগীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে পশ্চিম মাধবপুর কবরস্থানে তার মা-বাবার কবরের পাশে দাফন করা হয়। শনিবার সকাল ৯টার দিকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান মৃত্যুবরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com