মোঃ মামুন চৌধুরী ॥ পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে শায়েস্তাগঞ্জে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ সম্মেলন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আলোচিত বক্তা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী।
মহলুল সুনাম জামে মসজিদ কমিটির এগার শরীফ উদ্যাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সম্মেরনে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, পৌর কাউন্সিলর এমএ জলিল ও জালাল উদ্দিন মোহন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদারসহ প্রমুখ।
এদিকে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী শায়েস্তাগঞ্জে আসার খবর পেয়ে বিকেল থেকে দলে দলে ধর্মপ্রাণ লোকেরা আসতে থাকেন। এক সময়ে স্কুল মাঠ ভরে গিয়ে লোকজনের ঢল নেমে আসে। পরে আশপাশ এলাকার বাসার ছাদে ও সড়কে এবং দোকানপাটে বসে লোকজন তাঁর বয়ান শ্রবণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com