রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ অস্বচ্ছল হতদরিদ্র রোগীদের পাশে আরও জোরালোভাবে দাঁড়ানোর অভিপ্রায় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব। এসময় রোগী কল্যাণ সমিতির বর্তমান কার্যক্রম ও আগামী দিনের করণীয়সহ আয়-ব্যয় এমনকি অসহায় রোগীদের চিকিৎসার স্বার্থে ঔষধ ও অর্থ প্রদানের বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন কমিটির সহ-সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, সহ-সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার মোছাঃ জাহানারা পারভীন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সহ-সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা, মুক্তিযোদ্ধা হায়দার আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য নুরুল আমিন ওসমান, নতুন সদস্য ভিপি-জিপি আব্দুল মোছাব্বির বকুল, ব্যবসায়ী শংকর পাল প্রমুখ। সভায় একাধিক সম্মানিত ব্যক্তি সংশ্লিষ্ট সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আজীবন সদস্যপদ লাভ করেন। এছাড়া রোগী কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহিত হয়। এদিকে এই সভায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের বর্তমান চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগের পাশাপাশি ডাক্তার সংকট, একশ্রেণীর কর্মচারীদের অসদাচারণসহ হাসপাতাল ক্যাম্পাসের পরিবেশ নিয়েও আলোচনা হয়। সেই সাথে এসব সমস্যা সমাধানের লক্ষ্যে সমিতির পক্ষ থেকে প্রতিমাসে অন্তত দুই বার হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি তদারকি কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, ব্যবসায়ী নেতা আলহাজ্ব রইছ মিয়া, ডাঃ মোঃ জমির আলী, ডাঃ এম এ রব, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, ব্যবসায়ী নেতা তোফায়েল ইসলাম কামাল। এই কমিটি এখন থেকে নিয়মিত হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকি করে ব্যবস্থা নেয়ার জন্য রোগী কল্যাণ সমিতি বরাবরে রিপোর্ট দাখিল করবে।
চিকিৎসাসহ সার্বিক কার্যক্রম তদারকিতে ৮ সদস্যের কমিটি গঠন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com