স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শংকর সিটির হলরুমে অনুষ্ঠিত মিলাদে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, কাজল আহমেদ, অ্যাডভোকেট শিবলী খায়ের, প্রভাষক এস এম লুৎফুর রহমান, মোস্তাফিজুর রহমান ময়না, গাজী মিজবা উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, আব্দুছ ছালাম মেম্বার, আব্দুল আওয়াল, মোঃ তালেব আলী, জাহাঙ্গীর আলম, হাজী ফরিদ উদ্দিন, জোবায়েদ হোসেন, বিপ্লব চন্দ্র দেব, মুরাদ আহমদ, মোঃ আরব আলী, ফতেহ আলম, দিলীপ চন্দ্র বর্মন, শেখ রইছ আলী, সুহেল আহমেদ রানা, জুয়েল আহমেদ জীবন, সিরাজুল ইসলাম, হিফজুর রহমান, রুস্তম আলী, শাহ আলম, হিফজুর রহমান, স্বদীপ রায়, অর্নব রায়, অনুপ রায়, নিলয় রায়, আরজু মিয়া, আব্দুল আউয়াল প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতী আবু হুরায়রা মাসুম। দোয়া পাঠকালে মুফতী আবু হুরায়রা মাসুম বলেন- পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামের সেবায় অনেক কাজ করেছেন। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার পাশাপাশি মসজিদ মাদ্রাসার বিদ্যুত বিল মওকুফ করেছেন। এছাড়াও তিনি দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করেছেন। মহান আল্লাহ তায়ালা যেন পল্লীবন্ধুকে সুস্থ করেন আমিন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com