চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের বিশিষ্ট সমাজসেবক সংযুক্ত আরব আমিরাতের হবিগঞ্জ ইউনিটির সভাপতি আলহাজ্ব সায়েদুর রহমানের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সংযুক্ত আরব আমিরাতের হবিগঞ্জ ইউনিটির সাধারণ সম্পাদক শেখ এমরান উল্লাহ, বিশিষ্ট মুরব্বী আমিন উল্লাহ, আঃ মতিন মাস্টার, আফরোজ মিয়া, কাজী মুখলেছুর রহমান, প্রবাসী আজিজ মিয়া, যুবলীগ নেতা লিজনসহ এলাকাবাসী। দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজ শেষে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর শ্রীকুটার বিভিন্ন বেহল দশায় পরিণত কাঁচা রাস্তা পরিদর্শন করেন ও এগুলো দ্রুত সংস্কার করবেন, এমন আশ্বাস প্রদান করেন এবং গ্রামের ভেতরের ছোট রাস্তাগুলো প্রশস্ত করার অঙ্গিকার করেন।
প্রবাসী সায়েদুর রহমানের বাড়িতে মিলাদ মাহফিলে উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com