স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩ মোতাবেক মোবাইল কোর্ট করেন উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান। এ সময় লাইসেন্স ছাড়া মোটর সাইকেল চালানো, হেলমেটবিহীন অবস্থায়, দুই বা ততোধিক ব্যক্তি ঝুঁকিপূর্ণ অবস্থায় মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধের জন্য উক্ত আইনের বিভিন্ন ধারায় সাজা প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে লাইসেন্স ও এতদসংশ্লিষ্ট জরুরী কাগজপত্রসহ হেলমেট পরিহিত অবস্থায় মোটর সাইকেল চালানোর জন্য পরামর্শ দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com