স্টাফ রিপোর্টার ॥ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া ও নছরতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাদন্ড প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আজগর আলীর পুত্র কিম্মত আলীকে (৫০) ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও গাঁজা সেবনের অভিযোগে নছরতপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র আলাউদ্দিন মিয়া (৫০) ও তারা মিয়ার পুত্র আব্দুস সালামকে (৪০) নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুনের আদালতে হাজির করা হলে তাদেরকে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com