স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের মেম্বার ইকবাল মিয়ার বিরুদ্ধে তৃতীয় স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার সাথে নির্যাতনের বেশ কয়েকটি বিভৎস ছবি সংযুক্ত করেছেন বাদী লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামের রমজান আলীর কন্যা শারমিন জাহান রিপন। ছবিতে দেখা যায় শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অস্ত্রের আঘাতের চিহ্ন। বাদী শারমিন জাহান রিপন উল্লেখ করেন- ভুল বুঝিয়ে তাকে বিয়ে করেছেন ইকবাল মেম্বার। এর আগেও সে আরও ২টি বিয়ে করেছে। মামলায় লাইলী আক্তার নামে আরেক আসামীকে ইকবাল মেম্বারের ২য় স্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। পিতার ১১শতক জায়গা বিক্রি করে যৌতুক হিসাবে ৫ লক্ষ টাকা না দেয়ায় শারমিন জাহানকে হত্যার উদ্দেশ্যে অকথ্য নির্যাতন করে ইকবাল মেম্বার। আঘাতের ফলে বাদী শারমিন জাহান মাথায় ৪টি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। মামলায় ইকবাল মেম্বারকে নারী নির্যাতনকারী ও যৌতুক লোভী হিসাবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ইকবাল মেম্বারের বিরুদ্ধে ইতিপূর্বে ধর্ষণ, নারী নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মারদাঙ্গাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। সর্বশেষ একটি ধর্ষণ মামলা তদন্ত করছে পিবিআই।