স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়ন পরিষদের ৭নং বিটে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিট পুলিশিংয়ের সদস্যবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকদের উপস্থিতিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন তাজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন (হবিগঞ্জ সদর সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম বলেন- চুরি, ছিনতাই, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষণ, দাঙ্গাসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার করতে হবে। তিনি বলেন- সকলের সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা, প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সামাজিক সমস্যাগুলো সমাধান করতে হবে। উঠান বৈঠকে অংশ নেয়া জনগণের প্রত্যাশা এই বৈঠকের ফলে এলাকার সামাজিক সমস্যাগুলো উল্লেখযোগ্য হারে সমাধান করা সম্ভব হবে।
নিজামপুর ইউনিয়নে বিট পুলিশিংয়ের উঠান বৈঠক
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com