স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল রোড থেকে মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্যসহ ২ মাদকাসক্তকে আটক করেছে সদর থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর থানার এসআই জহির আলী ও এসএম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অনন্তপুর এলাকার জমির আলীর পুত্র সোহেল মিয়া (৩৫) ও সার্কিট হাউজ রোড এলাকার মৃত জিল্লুর রহমান চৌধুরীর পুত্র জহিরুল আলম মৃদুলকে (৩২) আটক করেন। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেনের আদালতে হাজির করলে তিনি এ দন্ডাদেশ প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com