কেবলমাত্র আচার অনুষ্ঠানই নয়, আরো বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে জেলাবাসীকে একত্রিত করার উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে হবিগঞ্জ এসোসিয়েশন অব টরন্টো কানাডার ২০২০-২০২২ কার্যকরি কমিটি। হবিগঞ্জ এসোসিয়েশন কানাডার একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। টরন্টো এবং পাশ^বর্তী বিভিন্ন শহরে বসবাসরত হবিগঞ্জ জেলাবাসীকে নিয়ে বার্ষিক বনভোজন, ইফতার মাহফিল, বর্ণাঢ্য নৌবিহার এসবের আয়োজনের কারণে এই সংগঠনটি ইতোমধ্যেই টরন্টো শহরে বেশ সুনাম অর্জন করেছে। প্রায় এক যুগেরও বেশি বয়সী এই সংগঠন নিজের কার্যক্রম শুধু আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে আরো নতুন কিছু সেবামূলক কাজের মাধ্যমে হবিগঞ্জ জেলার সকল উপজেলার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করার লক্ষ্য নিয়ে সম্প্রতি টরন্টোর ডেনফোর্থ এলাকার রেড ইটতন্দুরী রেস্টুরেন্টে নতুন কার্যকরি কমিটি গঠন করে। নতুন কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করেন বাংলাদেশ কানাডা এবং মধ্যপ্রাচসহ বিভিন্ন দেশে ব্যবসা সফল উদ্যোক্তা নুরুল ইসলাম আজাদ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন কমিউনিটির জনপ্রিয় ব্যক্তি সুলতান মোহাম্মদ কিবরিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবিগঞ্জ শহরের জনপ্রিয় মুখ আজাদ বখত চৌধুরী (বাবু) ও বিশিষ্ট ব্যবসায়ী এবাদ চৌধুরী। এই কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি অব টরন্টোর আইন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ছাত্র রাফী চৌধুরী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা কায়েস চৌধুরী, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক টরন্টো শহরের বিশিষ্ট গাড়ী ব্যবসায়ী ওয়াহিদুর চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক হলেন- বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান দোহা। নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম আজাদ জানান, আগামী বসন্তের শুরুতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটির কার্যক্রম শুরু হবে। প্রেস বিজ্ঞপ্তি