স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৫ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে পারিবারিক মিলনমেলা ও রজত জয়ন্তী ২০২০ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। দিনব্যাপী অনুষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রয়েছে নানা আয়োজন। ইতোমধ্যে সমগ্র স্কুল আলোকসজ্জা করা হয়েছে। পারিবারিক মিলনমেলা ও রজত জয়ন্তী উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে যথাসময়ে পরিবারসহ উপস্থিত থাকার জন্য ’৯৫ ব্যাচের সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ’৯৫ ব্যাচ এসোসিয়েশনের আহবায়ক কাজী রকীব হোসেন ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান খান ইমরান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com