নিজস্ব প্রতিনিধি ॥ গত ২৭ ডিসেম্বর হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত সেরা প্রতিবেদক-২০১৯ প্রতিযোগিতায় জাতীয় দৈনিক পত্রিকা বিভাগে জেলায় ‘প্রথম স্থান’ অর্জন করেন মোঃ মামুন চৌধুরী। তাই চায়ের রাজ্যখ্যাত জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের প্রতীক থিয়েটারের উদ্যোগে মোঃ মামুন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাগানের নাট্যমঞ্চে প্রতীক থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাসের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক রুপম মালের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার। বক্তব্য রাখেন- লস্করপুর ভ্যালীর সাবেক সাধারণ সম্পাদক মনি শংকর বাউরী, মেম্বার কার্ত্তিক বাগদী, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আপন বাগদী, প্রতীক থিয়েটারের সহ-সভাপতি আমোদ মাল, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত বাগদী।
আলোচনা সভার পূর্বে প্রতীকের শিল্পী বৃষ্টি, বর্ষা, পপি, মিলির কন্ঠে গান পরিবেশন হয়। এ গানে অতিথিরা মুগ্ধ হন। আলোচনা শেষে জাতীয় দৈনিকে জেলায় সেরা প্রতিবেদক মোঃ মামুন চৌধুরীকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। চায়ের রাজ্যে প্রতীক থিয়েটারের এ ভালবাসায় সিক্ত হয়ে সেরা প্রতিবেদক হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন- তৃণমূল মানুষের কথা তুলে ধরছেন যিনি, তিনি হলেন সাংবাদিক মোঃ মামুন চৌধুরী। হবিগঞ্জ প্রেসক্লাবের সেরা প্রতিবেদক বাছাইয়ে তাকে সঠিক মূল্যায়ন করেছে। আজ এ সেরা সাংবাদিককে সংবর্ধনা দিয়ে প্রতীক থিয়েটার বড় মনের পরিচয় দিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com