স্টাফ রিপোর্টার ॥ সদ্য প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে হবিগঞ্জ পৌর এলাকার ৯৩নং উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬টি জিপিএ-৫ সহ কৃতিত্বের সাথে পাশ করেছে স্কুলের পরীক্ষার্থীরা। এবারের ফলাফল স্কুলটির দীর্ঘ কয়েক বছরের মধ্যে সেরা ফলাফল বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এতে স্কুলটিতে শিক্ষার্থীদের ভর্তির হারও বৃদ্ধি পেয়েছে। শহরের অপেক্ষাকৃত পিছিয়েপড়া উমেদনগর এলাকার শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফলে খুশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকদের নিরলস পাঠদানের ফলে পিইসিতে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন অভিভাবকরা। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা সীমা দাস জানান, স্কুলটিতে যারা লেখাপড়া করে তারা অনেকেই দরিদ্র পরিবারের সন্তান। যে কারণে অভিভাবকদের মধ্যে সচেতনতার অনেকটা অভাব রয়েছে। তবে আমাদের শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমে আমরা এ সাফল্য অর্জন করেছি। এ ব্যাপারে আমাদের ম্যানেজিং কমিটির সভাপতিসহ কর্মকর্তাদেরও যথেষ্ট সহযোগিতা রয়েছে। আমরা আশা করছি আগামীতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে। এ বছর পিইসিতে পরীক্ষার্থী ছিল ৪৯ জন।