জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও থেকে সাজাপ্রাপ্ত আসামী পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর থানার এসআই জুয়েল সরকার ও এএসআই সুমনের নেতৃত্বে একদল পুলিশ ধুলিয়াখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হল ইউনুছ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০) ও তার পুত্র রনি মিয়া (২০)।
পুলিশ জানায়, একটি মারা-মারি মামলায় তাদের বিরুদ্ধে আদালত ৬ মাসের সাজা ও ২ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করে। এর পর পুলিশের গ্রেফতার এড়াতে তারা এতদিন আত্মগোপনে ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com