হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে দুর্জয় হবিগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ দুর্জয় হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, সাংবাদিক জাকারিয়া চৌধুরী, আখলাছ আহমেদ প্রিয়, রহমত আলী, সিরাজুল ইসলাম জীবন, একে কাউছার, মশিউর রহমান, অসিত চৌধুরী প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com