মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিককে অপহরণ করে ধর্ষণ করেছে এক অটোরিক্সা চালক। পুলিশ মঙ্গলবার সকালে ধর্ষক শাহিন মিয়াকে (২৫) মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে। সে উপজেলার হাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। পেশায় অটোরিক্সা চালক।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিক হাড়িয়া গ্রাম থেকে অটোরিক্সা (সিএনজি) যোগে তার কর্মস্থল বেজুড়া কারখানায় যাওয়ার পথে অটোরিক্সা চালক আন্দিউড়ায় নির্জন এলাকায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক শাহিন মিয়াকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মঙ্গলবার সকালে ধর্ষক শাহিন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com