তরফ মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষে ৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ৩০ জন নারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন বাজারে তরফ মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করা হয়। এর আগে ১১ ডিসেম্বর তরফ মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও তরফ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিরা আক্তার পপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক কিমিয়া ফেরদৌসী, প্রশিক্ষক সাবা নওরিন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, নির্বাহী সদস্য শেখ শাহাজাহান জলি ও শেখ হারুনুর রশিদ, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম। প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের ১টি ব্যাগ ও খাতা-কলম প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত তরফ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিরা আক্তার পপির বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আমরা উদ্যোগ নিয়েছিলাম, আর তাদের ব্যবস্থাপনায় নারীরা সেলাই প্রশিক্ষণ পেয়েছে। এখন তারা বাড়িতে বসে কাজ করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে।