স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকায় স্বর্ণের দোকানে বিজয় দিবসে পতাকা টানাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রদীপ বণিক (৫৫) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রদীপ বণিক বগলা বাজারে শ্রী গুরু শিল্পালয়ের ম্যানেজার ছিলেন। শ্রী গুরু শিল্পালয়ের মালিক রঞ্জিত কুমার বণিক জানান, সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে তার দোকানের ম্যানেজার প্রদীপ বণিক জাতীয় পতাকা টানাতে যান। তিনি বাঁশের মধ্যে পতাকা বাঁধার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে ঢলে পড়েন। এতে ঘটনাস্থলেই প্রদীপ বণিক মারা যান। তাদের দোকানে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রদীপ বণিক পতাকা টানাচ্ছেন। এ অবস্থায় তিনি হঠাৎ করে ছটফট করতে লাগলেন। এক পর্যায়ে তিনি মাটি লটিয়ে পড়েন। সোমবার নিহত প্রদীপ বণিকের দাহ সম্পন্ন হয়।