স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সাতবর্গ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে র্যাব-১৪ মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগানের মাদক ব্যবসায়ী অমিত তাঁতীকে (৪০) আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী অমিত তাঁতী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের মৃত সুরেন্দ্র তাঁতীর ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, বেলা পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে অমিত তাঁতীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল, ৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আটককৃত অমিত তাঁতীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com