স্টাফ রিপোর্টার ॥ শুধু রাজনীতিতেই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন। জননেত্রী শেখ হাসিনা বিশ্বে প্রভাবশালী নারী নেত্রীর তালিকায় এবং সফল প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ স্থান অধিকার করেছেন। তাঁর কর্মকান্ডের অনুকরণে কাজ করলে নারী সমাজ আরো এগিয়ে যাবে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌর টাউন হলে জেলা মহিলা লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করেছে। হবিগঞ্জের নারীরাও এক সময় অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু বর্তমান সরকারের কারনে রাজনীতিসহ সকল ক্ষেত্রেই নারীরা এগিয়ে গেছেন। হবিগঞ্জ মহিলা লীগকে সুসংগঠিত করতে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কার্যক্রমে পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ জাতীয় পারিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
জেলা মহিলা লীগ সভাপতি জমিলা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইসমত আরা জলি, শাহানারা চৌধুরী, তাহের চৌধুরী, অ্যাডভোকেট মোসাদ্দেকা আক্তার নেলী, অ্যাডভোকেট মাসুদা বেগম চৌধুরী হাসান, হেনা বেগম, ফেরদৌস আরা বেগম, জাহেনারা আক্তার বিউটি, রওশন আরা ভূইয়া লাকী, সালেহা চৌধুরী, ফাতেমাতুজ জোহরা রিনা, অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সী, সৈয়দা শরীফা আক্তার কুমকুম, পেয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল, অ্যাডভোকেট জেনী চৌধুরী প্রমূখ।