সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব লাখাই থেকে ॥ সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে লাখাইয়ে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ভোরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসারর মোসাঃ শাহীনা আক্তার, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। সকাল ৮ টায় উপজেলা মাঠে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তার ও লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শারীরিক কসরত শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জোহরের নামাজের পর দেশ ও জাতির শান্তি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রাার্থনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার আফজালুর রহমানের উপস্থাপনায় সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তার। শেষে প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন উপজেলা চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার ও লাখাই থানার ওসি সাইদুল ইসলাম প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com