নীলকান্ত সাহা ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান বাহুবলের মিরপুর সানরাইজ প্রি-ক্যাডেট এন্ড ডিজিটাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন সাহা নীরুর সভাপতিত্বে এবং বিকাশ দেব ও সঞ্জয় দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, গৌরবানী পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, লামাতাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসিম, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হোসেন। বক্তব্য রাখেন পাঁচ গ্রাম নেতা ফয়সল আহমেদ, প্রভাষক আয়ুব আলী, সামছুদ্দিন আহমেদ, হরেন্দ্র কুমার দাস, সহকারি প্রধান শিক্ষক জামাল আহমেদ, মোঃ মখলেছুর রহমান, ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, কবি পুলক কান্তি ধর প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, নীলকান্ত সাহা ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শিক্ষার্থীদের বাল্য বিয়ে সম্পর্কে সচেতন থাকার আহবান জানান। প্রয়োজনে সঠিক সময়ে আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা নেয়ার আহবান জানান। তিনি বলেন, ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান মহৎ কাজ। আর নীলকান্ত সাহা ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন সাহা নীরুর প্রশংসা করেন। পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং শিক্ষা উপকরণ তুলে দেন। এছাড়া সানরাইজ প্রি-ক্যাডেট এন্ড ডিজিটাল হাই স্কুলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও ১০৮ জন মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com