মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফা হবিগঞ্জের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজান মোঃ আবদুল আওয়ালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নাছির উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার আবদুল ওয়াদুদ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশ জাতির কল্যাণ, উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com