মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ দীর্ঘদিনের বিরোধ অবসানের পর অবশেষে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন পদে ২২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা পরিষদ ডাক বাংলোতে প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা রফিক ও নির্বাচন কমিশনার ফজলুর রহমানের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে- ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন দৈনিক বিবিয়ানা সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার। সহ-সভাপতি পদে দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহিদ আলী আশা মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ সেলিম তালুকদার, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কিবরিয়া চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক আকিকুর রহমান সেলিম ও বৈচিত্রময় সিলেটের প্রতিনিধি আবু তালেব। এছাড়াও নির্বাহী সদস্য ৮ জনের বিপরীতে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক কাজির বাজার প্রতিনিধি তোফাজ্জল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ, দৈনিক বাংলাদেশ খবরের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ সুলতান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি।
এদিকে তফশিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে শহর জুড়ে সাংবাদিকদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২২ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com