স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচনে নির্বাচিত মেম্বার ঝিনুক আক্তার শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণডুরা ইউনিয়ন চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আ সম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল ৭নং ওয়ার্ডের মেম্বার আছকির মিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে শুন্য আসনে ১৪ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনাপ্রতিদ্বন্ধিতায় প্রয়াত আছকির মেম্বারের মেয়ে ঝিনুক আক্তার নির্বাচিত হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com