মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ জেলা পরিষদের গাছের ডাল পড়ে সাজেদা আক্তার (৩৫) নামে এক রোগী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত সাজেদা আক্তার সদর উপজেলার লুকড়া গ্রামের গাজীউর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সাজেদা আক্তার ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে হবিগঞ্জ আসেন। তিনি সদর হাসপাতালের গেইটের সামনে আসামাত্র জেলা পরিষদের অভ্যন্তরে থাকা একটি গাছ থেকে ডাল ভেঙ্গে তার মাথায় এসে পড়ে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com