উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ জে, কে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সনৎ কুমার দাশ (৭৫) পরলোক গমণ করেছেন। সোমবার সকাল ৯ টা ৪৫ মিনিটে ঢাকার রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যৃকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বিকেল ৫টায় সনৎ কুমার দাশের মরদেহ নবীগঞ্জ পৌরসভার শিবপাশা নিজবাসায় আনার পর তাকে শেষবারের মত এক নজর দেখতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বাসায় ভীড় জমান। সন্ধ্যা সাড়ে ৬ টায় জয়নগর পৌর শ্মশানঘাটে প্রয়াতের শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শোক ঃ প্রাক্তন শিক্ষক সনৎ কুমার দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, প্যানেল মেয়র এটি এম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, জে, কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দস সালাম, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অ্যাডভোকেট রাজীব কুমার দে তাপস, দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রয়াতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পৃথক বিবৃতিতে শিক্ষক সনৎ কুমার দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ প্রমূখ।
প্রসঙ্গত, শিক্ষক সনৎ কুমার দাশ দীর্ঘদিন যাবত কিডনীসহ বিভিন্ন রোগে ভোগছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com