স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের প্রজাতপুর গ্রামের স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় জুমান আহমেদ নামে এক বখাটেকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (৩) আদালতের বিজ্ঞ বিচারক জেলা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ের ঘোষণার সময় আসামী জুমান আহমেদ আদালতে উপস্থিত ছিল। কোর্টের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের মুক্তার উদ্দিনের যুবতি কন্যাকে একই গ্রামের রউফ উদ্দিনের পুত্র জুমান আহমেদ ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়িতে ফেরার পথে কৌশলে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে মেয়েটিকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বড় ভাই শিমুল আহমেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় জুমানকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিজ্ঞ বিচারক বখাটেকে ১৪ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেন সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম। মামলার আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com