সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারে লবণের দাম বৃদ্ধির গুজব ও অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে ৮ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে মূল্য তালিকা টানানোরও নির্দেশ প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার লবণের দাম বৃদ্ধির গুজবে উপজেলার বামৈ, কালাউক, লাখাই, তেঘরিয়া কানিপুর বাজার ও বুল্লা বাজারে বিভিন্ন মুদি দোকানে মনিটরিং করেন। এ সময় অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে ৮ ব্যবসায়ীকে নগদ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার জানান, কেউ যদি গুজব ছড়িয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করার অপচেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে গুজব রোধে সচেতনতা মূলক মাইকিং করা হয়েছে।
বিভিন্ন হাট বাজারে জনসচেতনতা মূলক মাইকিং
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com