হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকা ভর্তি করার অপরাধে বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার। দন্ডিত বালু ব্যবসায়ী হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাঁও গ্রামের রফিক মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুতাং নদীর আলগাপুর গ্রামের কাছ থেকে বালু ভর্তি নৌকা আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com