স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ শহরের টাউন হলে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তজার্তিক অপরাধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম (সেবা)। বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম এন্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ) মোঃ রহমত উল্ল্যাহ চৌধুরী (বিপিএম-বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন, মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহনাজ পারভীন, উমেদনগর টাইটেল মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহমেদ, জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কিবরিয়া আহমেদ, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের তানজিলা মেহজাবিন, বৃন্দাবন সরকারি কলেজের রুহুল আমিন, শচীন্দ্র কলেজের তানভীর সিদ্দিকী তোহা, টেকনিক্যাল ইনস্টিটিউটের জহিরুল ইসলাম, পলি আক্তার, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাদিয়া আহমেদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি পুলিশ সুপার (শিক্ষানবীশ) তৃপ্তি মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, উগ্রবাদ ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। দেশের শান্তিপ্রিয় মানুষের মাঝে একটি মহল অস্থিরতা সৃষ্টি করে আসছে। যারা দেশে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটতে চায় তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোথাও জঙ্গিদের সন্ধান ফেলে পুলিশকে জানাতে হবে। পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরো বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় দেশের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়িত ছিল। এসব শিক্ষার্থীদের নানা প্রলোভন ও ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের সাথে জড়িত করা হয়। এ থেকে শিক্ষার্থীদের সর্তক থাকতে হবে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের কোথাও জঙ্গিবাদ ও মানুষ হত্যা করার কথা উল্লেখ নেই। তাই অপপ্রচারে কান না দিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।
হবিগঞ্জে উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপে পুলিশ সুপার
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com