বাংলাদেশ তাঁতী লীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী লীগের সভাপতি, সিলেট সরকারি বাণিজ্যিক মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দারের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন সহ-সভাপতি সাজু নাসের চৌধুরী, শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশিকুর রহমান, আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক মহিবুল আলম জীবন, দপ্তর সম্পাদক ইমদাদুল হক শিপন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট শাকিউল আলম সানী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাশ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক প্রভাষক হাবিবুর রহমান, কবির খন্দকার, ফারুক মিয়া, শেখ রাসেল, মোশাররফ হোসেন সুজন, সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, প্রনব দেব, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মনিরুজ্জামান তালুকদার, আবু হেলাল নোমান প্রমুখ।
সভায় জেলা তাঁতী লীগের সভাপতি মুদ্দত আলী বলেন, দেওয়ান ফরিদ গাজী ছিলেন সিলেট বিভাগের অবিসংবাদিত নেতা। পাশাপাশি তিনি ছিলেন মানবসেবার উজ্জল নক্ষত্র। তিনি দেশের মানুষের কল্যাণ আজীবন কাজ করে গেছেন। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে গিয়েছেন। কখনো নিজের জন্য রাজনীতি করেননি। ফরিদ গাজী জমিদার পরিবারে হয়েও জমিদারী প্রথা বিলুপ্ত আন্দোলনের অগ্রসেনানী ছিলেন। এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা তাঁতী লীগের সহ-সভাপতি ক্বারী লুৎফুর রহমান হেলালী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনোয়ার হোসেন আলী। বিজ্ঞপ্তি
মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় মুদ্দত আলী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com