চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের আব্দুল হান্নান তরফদারের পুত্র রানীগাঁও মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ফজল মিয়া তরফদারের জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। শিক্ষক ফজল মিয়া তরফদার ২০১৮ সালে উপজেলার পারকুল বস্তি গ্রামের মদরিছ মিয়া ও তার ভাই কবির মিয়ার নিকট থেকে চাটপাড়া মৌজার ৭২নং জেলস্থিত ২ ও ৮নং এস খতিয়ানে ৬৮১নং এস.এ দাগে ১৯ শতক সাইল রকম ভূমি খরিদ করে তাতে ফসলাদি ফলিয়ে ভোগদখল করে আসছেন। ইদানিং এলাকার একটি প্রভাবশালী মহলের কু-নজর পড়ে উক্ত জমির উপর। তারা জমিটি জোরপূর্বক জরবদখলের চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়ে ফজল তরফদারের সাথে আলাপকালে তিনি জানান, একই গ্রামের কতিপয় প্রভাবশালী তার জমি জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে। ওই প্রভাবশালী মহল তার পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি-ধামকিও দিয়ে আসছে। এ অবস্থায় তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নির্যাতিত পরিবার।
উল্লেখ্য, ফজল তরফদারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তার জমিতে ফলানো বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে জোরপূর্বক কেঁটে নিয়ে যায় প্রভাবশালীরা। এ ব্যাপারে ফজল মিয়া তরফদার বাদী হয়ে ৫ জনকে আসামী করে কোর্টে মামলা দায়ের করেন। যা বিচারাধীন রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com