চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িঘরে হামলা ভাংচুর করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের কৃষক শামছু মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের অস্ত্রের আঘাতে কাছুম আলীর ছেলে নূরুল ইসলাম (১৯) আহত হয়। আহত নূরুল ইসলামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com