স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকাস্থ সাধুর মাজারে অনুষ্ঠিত ওরসে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’দল লোকের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় শুক্রবার রাতে শ্রীশ্রী ধীরেন্দ্র চক্রবর্তী সাধু বাবার মাজারে ওরস শুরু হয়। এ উপলক্ষে মাজার এলাকায় বিভিন্ন স্থান থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রায় শতাধিক দোকানপাট বসে। ওই সময় এক যুবতি তার স্বজনের সাথে মাজারে ওরস দেখতে এলে অজয় দাস নামে এক যুবক কৌশলে ওই যুবতির গায়ে হাত দেয়। এ নিয়ে ওই যুবতীর সাথে আসা স্বজন অরবিন্দু দাসের সাথে অজয় দাসের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে ওরসে আসা ভক্ত ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com