স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাতে পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়। সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও বিভাগীয় নির্বাচনী বোর্ডের সদস্য সচিব গোলাম মুস্তাফা মুন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে জানানো হয়, পরীক্ষায় মোট ৫৭৮ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৮ জন উত্তীর্ণ হয়েছেন। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নং হলো- ৪, ৩৫, ৪৬, ৫৩, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ১০৯, ১১২, ১১৫, ১১৭, ১১৯, ১৩৩, ১৩৯, ১৪১, ১৫৩, ১৬৬, ১৬৭, ১৭০, ১৭৫, ২১২, ২১৪, ২১৯, ২২৪, ২৩৪, ৩০৮, ৩১৭, ৩২৩, ৩২৪, ৩২৮, ৩৩০, ৩৩৯, ৩৪৪, ৩৫৪, ৩৬৫, ৩৭৪, ৩৯৩, ৪০৪, ৪১১, ৪১৫, ৪১৯, ৪২০, ৪২২, ৪২৪, ৪৩২, ৪৩৩, ৪৪৩, ৪৪৯, ৪৫০, ৪৫৭, ৪৫৮, ৪৬৪, ৪৮৭, ৫৫১ ও ৫৭৮।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ১১ নভেম্বর সিলেটের আলমপুরস্থ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২ নভেম্বর সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্রসহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় সকল কাজপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাথে নিতে হবে।