জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে প্রতারণা ও চেক ডিজঅনার মামলার আসামী গোলাম রব্বানী সিতু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার মরহুম হাজী মুনছুব আলীর পুত্র।
পুলিশ সূত্র জানায়, প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গোলাম রব্বানী সিতুর ১০ মাসের সাজা হয়। এর পর থেকে পুলিশের গ্রেফতার এড়াতে সে আত্মগোপনে ছিল।
সদর থানার এসআই সাহিদ মিয়া জানান, সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। তাকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com