এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ মহাসড়কে দুর্ঘটনা রোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাহুবল উপজেলার পুটিজুরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পুটিজুরী ইউনিয়নের শেওড়াতুলি গ্রামের শেখ আজিদ মিয়ার মাতৃহারা শিশুপুত্র শেখ মোজাহিদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার বাড়ির পাশে শেওড়াতুলী গ্রামে মহাসড়কের পাশেই এ সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টার দিকে ৭নং ওয়ার্ড মেম্বার নূরুল আমিনের সভাপতিত্বে ও এনামুল হক শিমালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ইউএনও আয়েশা হক, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন, মহিলা মেম্বার জোৎস্না বেগম, শেখ মখলিছুর রহমান, হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ইউএনও আয়েশা হক সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনাসহ সমাজের যে কোনো অনিয়ম হলে, এ থেকে পরিত্রাণ পেতে জনগণকে সচেতন হতে হবে। আর দেশের যে কোনো নাগরিক অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে, এ ক্ষমতা জনগণকে সরকার দিয়েছে। এ জন্য প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে পারেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা, কর্মচারী এ ক্ষেত্রে খারাপ আচরণ করলে সাথে সাথে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই যোগাযোগের জন্য প্রয়োজনে ৩৩৩ নাম্বারে ফোন দিলে সাথে সাথে প্রতিকার পাবেন। এছাড়া জনগণ সচেতন হলেই সমাজের সব ধরনের অন্যায়-অবিচার বন্ধ হয়ে যাবে অনায়াসেই।