বাসদ বানিয়াচং থানা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে বড়ইউড়ি বাজারে বাসদ নেতা শহীদ সুমনের পিতা নজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বাসদ নেতা এ.আর.সি কাউছারের পরিচালনায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাসদ সিলেট বিভাগীয় সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট মইনুর রহমান মগনু, জেলা বাসদ সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, কমরেড মুজিবুর রহমান ফরিদ, লোকমান আহমেদ, ফয়েজ আহমেদ, তৌহিদুর রহমান পলাশ প্রমূখ। স্মরণসভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জেলা বাসদ নেতা ডাঃ সুনীল রায়, ভূমিহীন নেতা শাহ মুক্তার আলী, জালাল আহমেদ, শাকিল, শাকিব, শুভ প্রমূখ।
বক্তাগণ শহীদ কমরেড সুমন ও সুইটের লালিত স্বপ্ন বাস্তবায়নে বাসদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের রাজত্ব কায়েম তথা সমাজতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, ২০০২ সালের ২৭ অক্টোবর চট্টগ্রাম বন্দর লীজ দেয়ার প্রতিবাদে তেল-গ্যাস-বিদ্যুত-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহবানে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ থেকে ফেরার পথে আখাউড়ার আজমপুরে বাসদ নেতা কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন এবং আব্দুল গাফফার চৌধুরী সুইট ট্রেন দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com