নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে গাছ থেকে পড়ে বারণ পাল (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুজাপুর গ্রামের সুবোধ পালের পুত্র ৩ সন্তানের জনক বারণ পাল শুক্রবার সকালে তাদের বাড়িতে একটি গাছের ডাল কাটার জন্য উপরে উঠেন। ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত পা ফসকে তিনি নিচে পড়ে যান। সাথে সাথে আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হয় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বারণ পালের স্ত্রী লক্ষী রাণী পাল এবং ৩ কন্যা বন্যা পাল, অনন্যা পাল ও বৃষ্টি পাল বারণ পালের অনাকাংখিত মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন। রাত ৯ টায় প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com