অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে খোয়াই ব্রীজ পয়েন্ট, আলম বাজার, কামড়াপুর পয়েন্টে হরতালের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ নেতা অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান, জেলা বাসদ মার্কসবাদী নেতা শফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা সিপিবি সভাপতি হাবিবুর রহমান, চৌধুরী মহিবুন্নুর ইমরান, রনজিৎ সরকার, বিষ্ণু সরকার, রফিকুল ইসলাম, অবিনাশ সরকার, মাসুদ পারভেজ, জয়দ্বীপ সাহা ও ঝন্টু সরকার।
সভায় বক্তাগণ বলেন যুক্তিসংগত কোন কারণ ছাড়াই সরকার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিল। ফলে আবার জিনিসপত্রের দাম বাড়বে, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়াসহ গ্যাস চালিত পরিবহন ভাড়া বাড়বে। যার প্রভাব জনজীবনে পড়বে। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বাজেটে কৃষক শ্রমিকের স্বার্থ রক্ষা করা হয়নি, ধনিক শ্রেণির স্বার্থে এই বাজেট পাস হয়েছে। তাই এই সকল গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৭ জুলাই রবিবার সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করে সরকারকে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারে বাধ্য করাতে হবে। এজন্য সকলকে রাজপথে নেমে আন্দোলনে অংশগ্রহণ করে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com