এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজানের নাম গেজেটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪৩ দ্রষ্টব্য অনুসারে গত সোমবার নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশ করে। এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার খোরশেদ আলম।
উল্লেখ্য, গত ২৪ জুন অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান নৌকা প্রতিক নিয়ে ১৩ হাজার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে মেয়র নির্বাচন হওয়ার পর মিজানুর রহমানকে প্রতিদিন হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সংবর্ধনা প্রদানসহ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান বলেন- নিঃসন্দেহে হবিগঞ্জ পৌরবাসীই আমার এগিয়ে চলার সাহস। হবিগঞ্জ পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভার সমস্যাগুলোর সমাধান করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com