একটি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে

এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ জেলার ৩টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪টি ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র বৈধ হয়েছে। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
ওয়ার্ডগুলো হলো- বানিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড, আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড।
বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে বৈধ প্রার্থীরা হলেন- সেলিম আহমেদ, রুমান মির্জা, এংরাজ মিয়া ও শেখ মোঃ এবাদত মিয়া। বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- মরহুম ময়না মিয়া মেম্বারের ছেলে বাবলু মিয়া, আজমল মিয়া, জামাল মিয়া, হামদু মিয়া ও মহসিন মিয়া। এ ওয়ার্ডটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সকল প্রকার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হারুন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড (১, ২, ৩) এর মহিলা মেম্বার পদে উপনির্বাচন ৩ প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- মোছাঃ ফরিদা বেগম, মোছাঃ রাশেদা বেগম ও মোছাঃ সেলিমা বেগম। লাখাই’র বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড (৭, ৮, ৯) এর উপনির্বাচনে ২ প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন মোছাঃ জাহানারা বেগম ও মোছাঃ মনোয়ারা খাতুন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহম্মদ মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। আগামী ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১০ জুলাই প্রতিক বরাদ্দ ও ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ওয়ার্ডগুলোর মেম্বারগণ মারা যাওয়ার কারণে ওই ওয়ার্ডগুলোতে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।