স্টাফ রিপোর্টার ॥ আগামী ৯ জুলাই হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী ছাওয়ালপীর দরবার শরীফের ৫২তম ওরস অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও পইল, আসামপাড়া ফকিরবাড়িতে এ ওরস অনুষ্ঠিত হবে। ওরসকে ঘিরে মেলা বসবে। বিভিন্ন স্থান থেকে শত শত ভক্তবৃন্দ ওরসে অংশগ্রহণ করবেন। ৯ জুলাই ২৫ আষাঢ় মঙ্গলবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এ ওরস মোবারক চলবে। দরবার শরীফের খাদেম জানান, ভক্তবৃন্দের জন্য সুব্যবস্থা রয়েছে। কোন ধরণের অপ্রীতিকার ঘটনা না ঘটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। তিনি সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com