স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার হাইওয়ে সড়কে লক্কর-ঝক্কর, মেয়াদ উত্তীর্ণ ম্যাক্সির বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ২০টি লক্কর-ঝক্কর ম্যাক্সি আটক করা হয়েছে। ৫টি মামলা দায়ের করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, হবিগঞ্জ জেলার ৫শ’টি লক্কর-ঝক্কর ম্যাক্সি বিভিন্ন স্থানে চলাচল করছে। এগুলোর ব্রেক ফেল এবং চাকার বিট নেই। ফলে প্রতিদিনই মারাত্মক দুর্ঘটনা ঘটছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ থাকায় এসব ম্যাক্সি চলাচলে নিষেধাজ্ঞা। নিষেধ থাকা স্বত্ত্বেও কতিপয় ড্রাইভার মানছেন না। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শায়েস্তাগঞ্জ, বাহুবল ও মাধবপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব ম্যাক্সিকে আটক করে। তিনি আরও জানান, এ অভিযান নিয়মিত চলবে। কারণ এসব ম্যাক্সি চলাচল করলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com