স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে ‘বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৫৯ জন পরীক্ষা দেয়ার জন্য অংশ নেন। পরীক্ষা পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। সোমবার শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৫৯ জনকে পরীক্ষার দেয়ার জন্য চুড়ান্ত করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, প্রতারক ও দালাল চক্র অথবা কোন অসাধু সরকারী কর্মকর্তা/কর্মচারির প্রলোভনের ফাঁদে পা দিয়ে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। আর্থিক লেনদেন অথবা অবৈধ পন্থা অবলম্বনের কোন অভিযোগ প্রমাণিত হলে যে কোন পর্যায়ে নিয়োগ বাতিল ও গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com