হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ মিজানুর রহমান মিজানকে সংবর্ধনা প্রদান করেছেন শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের ব্যবসায়ীবৃন্দ। মঙ্গলবার রাত ১০টায় ফুড ভিলেজ চাইনিজ রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত ব্যক্তিত্বের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবীর আজাদের সভাপতিত্বে ও কাজী সামছুল আলম খালেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী চন্দন বণিক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি রমিজ আলীসহ ব্যবসায়ীবৃন্দ।
সংবর্ধিত ব্যক্তিত্ব মেয়র মিজানুর রহমান মিজান তাঁর বক্তৃতায় বলেন, হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে ব্যবসায়ীবৃন্দসহ সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনের পূর্বে তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জলাবদ্ধতা নিরসনসহ সকল সমস্যা দূরীকরণে নিষ্ঠার সাথে কাজ করবেন বলেও আশ্বাস প্রদান করেন। এছাড়া ব্যবসায়ীদের উপর আরোপিত অযৌক্তিক কর নিরসন এবং ট্রেড লাইসেন্স সহজিকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com