মোহাম্মদ শাহ্ আলম ॥ পইল রোডে অতিরিক্ত ভাড়া আদায় করছেন টমটম চালকরা। অভিযোগ, যেখানে সেখানে পার্কিং, ওভারটেকিং, যাত্রীদের সাথে অসদাচরণসহ তুচ্ছ অজুহাত দেখিয়ে চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন। যাত্রীদের অভিযোগ সামান্য রাত হলেই নানা অজুহাতে চালকরা ১০ টাকার স্থলে ১৫-২০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে প্রায়শই চালকদের সাথে যাত্রীদের কথা কাটাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। শুধু অতিরিক্ত ভাড়া আদায়ই নয়, তুচ্ছ যে কোন বিষয় নিয়েই টমটম চালকরা যাত্রীদের উপর চড়াও হন। জানা যায়, পৌর এলাকার যে কোন স্থানে উঠানামার জন্য ৫ টাকা ও পৌর এলাকার যে কোন স্থান থেকে ধুলিয়াখাল পর্যন্ত ১০। এদিকে শায়েস্তানগর থেকে পইল নতুন বাজার পযর্šÍ ১০ টাকা ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। অথচ চালকরা বিভিন্ন সময় নানা অজুহাতে শায়েস্তানগর থেকে পইল নতুন বাজার পযর্šÍ ১০ টাকার স্থলে ১৫-২০ টাকা আদায় করছেন। আবার সামান্য বৃষ্টি হলেও তারা বেশি ভাড়া দাবি করে থাকেন। চালকদের দাবি, রাতে গাড়ি কম থাকায় মাঝে মধ্যে একটু বেশিভাড়া নেওয়া হয়।
শহরের পইল রোডের টমটম যাত্রী কলেজ ছাত্র নুরুল আমিন জানান, আমি প্রতিদিন শহরে আসি ৫ টাকা দিয়ে। কিন্তু প্রায় সময় রাত ৯টার পর তারা ৫ টাকার ভাড়া ১০-১৫ টাকা আদায় করে। কিছু বললেই তারা আমাদের উপর চড়াও হয়। তাই নিজের সম্মানের ভয়ে আমরা কোন প্রতিবাদ না করে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হই।
একই রোডের আবুল কালাম জানান, রাতে অজুহাত তুলে অতিরিক্ত ভাড়া আদায় করছেন কিছু অসাধু টমটম চালক।
টমটম চালক সাহিদ মিয়া জানান, রাতে গাড়ি কম থাকে। তাই মাঝে মধ্যে একটু বেশি ভাড়া নেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com